Laura Mohiuddin

ছবি
Laura Mohiuddin Digital Marketing Strategist & Lead 15+ years driving SEO-led growth, analytics, and cross-functional delivery. Photographer and storyteller behind Pixcellent Photography .  Based in Dhaka, serving U.S. clients. Available for strategy, audits, and growth mandates. Learn more about Laura Mohiuddin

একটি ছবির বিশ্লেষণ

আজ পিক্সেলেন্ট ফেইসবুক গ্রুপে একজন সদস্য, Mohammad Raihanul Kader, নীচের প্রজাপতির এই চমৎকার ছবিটি জমা  দিয়েছেন।


আমাকে Mohammad Raihanul Kader অনুরধ করলেন, এই ছবিটি নিয়ে আমার মতামত দিতে, তাই আমি আমার লম্বা বিশ্লেষণ এখানে দিচ্ছি।

আমাদের পিক্সেলেন্ট ফটোগ্রাফি গ্রুপে আবার আমরা সব সদস্যরা গঠনমূলক সমালচনাকে উৎসাহ দিয়ে থাকি। তাই এই গ্রুপে সবাই  তাদের ছবির গঠনমূলক সমালচনা পেতেই ছবি জমা দিয়ে থাকেন। কারণ এই গ্রুপে আমরা সবাই শিখছি।এবং শেখার কোন শেষ নেই।

প্রথমেই বলি ছবির সবচেয়ে সুন্দর জিনিষটি কি হয়েছে। তা হচ্ছে, ছবির সামনের অংশের ব্লার ইফেক্টটি। আমরা সবাই ব্যাকগ্রাউন্ড ব্লার সম্পর্কে জানি, কিন্তু ছবির সামনে কিভাবে ব্লার ব্লার ইফেক্ট দেয়া যায়, তা আরেক সময় লিখব। বা  Mohammad Raihanul Kader লিখে দিলে আমি এটা এই লেখায় বসিয়ে দিব। 

বেসিকালি অ্যাপারচার এর মান কমিয়ে সাবজেক্ট এর উপর ফোকাস করলেই, সাজেক্ট ছাড়া আর সব কিছু ব্লার হয়ে যায়। 


এই ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ফোরগ্রাউন্ড ব্লার, দুটোই আছে।


ছবির সামনের দিকের অংশটিকে ঝাপসা করলে তাকে বলা হয়ে থাকে Foreground blur। এই Foreground blur কে ঠিক মত কাজে না লাগালে অনেক সময় তা একটি ডিস্ট্রাকশান এর কাজ করে থাকে। তবে এই ছবিতে Foreground blur টি কে আরও ভাল ভাবে কাজে লাগানো হয়েছে যেন দৃষ্টি সরাসরি সাবজেক্ট, এখানে প্রজাপতির দিকে চলে যায়। 

এখন আসি এই ছবির সামান্য একটা ত্রুটি প্রসঙ্গে। 

এখানে "রুল অব থার্ডস'" মানা হয়নি।    

'রুল অব থার্ডস'-এর ব্যবহার ঘটাতে, মনে মনে ফ্রেমটির মাঝখানে চারটি রেখা টেনে নিন। দুটি রেখা লম্বালম্বি, আর দুটি আড়াআড়ি। তাহলে ফ্রেমটি নয়টি কল্পিত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তাহলে দেখবেন, লাইন গুলো যেখানে মধ্যচ্ছেদ করে, সেখানে সাবজেক্ট কে বসালে ছবি অধিক অর্থবহ হয়ে উঠে।এটি ছবি তোলার সময় ও মাথায় রাখা যায়, বা পরবর্তীতে পোস্ট প্রসেস করেও ঠিক করে নেয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এবং যে কোন প্রানির ছবি তোলার সময় ফোকাসটি হওয়া উচিৎ প্রানির চোখের উপর। সুতরাং এই ছবিতে প্রজাপতির চোখ থাকা উচিৎ ছিল এমন একটি স্থানে যেখানে লাইন মধ্যচ্ছেদ করেছে।


সেটি খুব সহজেই ক্রপ করে করে নেয়া যায়। নীচের ছবিটি লক্ষ করুণ। ডানদিক থেকে এবং নীচে থেকে একটু ক্রপ করলেই প্রজাপতির চোখ সেই intersecting লাইন এর উপর বসে যায়।


ক্রপ করার পর ফাইনাল ফলাফল।

নীচে কমেন্ট এ জানাবেন আপনাদের মতামত। কারণ আমিও শিখছি। এখন কি ছবিটি বেশী ভাল লাগছে, নাকি আগেই বেশী ভালো লাগছিল?

এখন থেকে ভাবছি কোন ছবিকে নিয়ে বিশ্লেষণ করলে এখানে লিখে ফেলবো, তাহলে সব গুলো লেখা এক জায়গায় থাকবে।

কোন নতুন লেখা লিখলেই যদি তার নোটিফিকেশন পেতে চান, তাহলে মনে করে এই ব্লগের গ্রাহক হয়ে নেবেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রাণী প্রেমের নামে আমাকে হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে