নেচার ফটোগ্রাফি সেপ্টেমবার আসাইনমেন্ট ১ । Nature photography September Assignment-1

এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে নেচার ফটোগ্রাফি (প্রাকৃতিক ফটোগ্রাফি) এই শর্তাবলী গুলো প্রযোজ্য এই অ্যাসাইনমেন্ট এর জন্যে - ছবিতে কোন মানুষ বা মানুষের সৃষ্টি করা কিছু থাকতে পারবে না। ছবিতে দিগন্ত থাকলে, তাকে " রুল অব হরাইজন " মানতে হবে। " রুল অব থার্ডস " প্রযোজ্য হলে, তা মানতে হবে। “ রুল অব থার্ডস ” বা “ রুল অব হরাইজন ”, যে কোন একটি, যেটি প্রযোজ্য আপনার ছবির ক্ষেত্রে, তা মানতে হবে। যদি দুটোই প্রযোজ্য হয়ে থেকে আপনার ছবির ক্ষেত্রে, তাহলে দু'টি রুলই মানতে হবে। যদি “ রুল অব থার্ডস ” বা “ হরাইজন রুল ” - কোনটিই আপনার ছবির জন্যে প্রযোজ্য না হয়ে থাকে, তবে ছবিটি এই অ্যাসাইনমেন্ট এর জন্যে প্রযোজ্য হবে না। আপনার ছবিতে যদি দিগন্ত থাকে, তা কোন এক দিকে হেলে গেলে সেই ছবিটি অ্যাপ্রুভ করা হবে না। এখানে দেখুন কেন দিগন্ত রেখাটিকে সোজা রাখা প্রয়োজন । ছবির ক্যাপশানে কি কি থাকতে হবে- আপনার আইডি। আইডি না থাকলে এখানে এনরোল করে নেবেন একটি আইডির জন্যে ছবির একটি টাইটেল “ রুল অব থার্ডস ” বা “ হরাইজন রুল ”, কোনটি আপনার ছবিতে মানা হয়েছে। যদি দুটোই মানা হয়ে থাকে, তবে তা উ