বিগিনারদের জন্যে ফটোগ্রাফি: একটি সূচনামূলক গাইড | A Beginner's Guide to Photography

ক্যামেরা একটা জটিল জিনিষ বটে! আমি আমার প্রথম ডিএসএলআর (DSLR) নিয়ে খুবই হতাশ হচ্ছি। সংগ্রামও করছি। আমার ভিউ-ফাইন্ডারের মাধ্যমে যা দেখছি, তা ঠিক ক্যাপচার করতে পারছি না। কিন্তু হাজার হাজার ট্রায়াল এবং এরর এর মাধ্যমে এখন একটু একটু যেন ধরতে পারছি। এখন মনে হয় যেন একটু একটু বুঝতে পারছি, এবং কিছু কিছু মোটামটি ভাল ছবিও তুলতে পারছি বলে আমার ধারনা। এই পোস্টে, আমি আমি আমার পরীক্ষানিরীক্ষা এবং ভুলভ্রান্তি গুলো থেকে যা শিখেছি, তা আপনাদের সাথে শেয়ার করব। Photo by Kobu Agency on Unsplash ক্যামেরাতে আলো প্রবেশ করার তিনটি ধাপ প্রথম ধাপ অ্যাপারচার হচ্ছে লেন্স এর ভিতরের গর্তের পরিধি। অ্যাপারচারে কোন পরিবর্তন এই গর্তের আকারকেও পরিবর্তিত করে, ফলে পরিবর্তন করে ক্যামেরাতে কত টুকু আলো প্রবেশ করবে। দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আয়নাটা উপরে উঠে যায় এবং শাটার খুলে যায়, এবং রেকর্ড করতে কত খানি আলো সেন্সরে আছে। যেই স্পিডে এটা হয়ে থাকে ডিটারমাইন করে এক্সপোজারের লেনথ এমনকি মোশান ব্লার। তৃতীয় ধাপ সেন্সর আলো কে ক্যাপচার করবে এবং আইসো সেই আলোকে নিয়ন্ত্রণ করবে। আইসো যত