পিক্সেলেন্ট ফটোগ্রাফি ১ম লকডাউন ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২১ বিজয়ী - ক্যামেরা শ্রেণী

লকডাউন , ২০২০ থেকে আমাদের জীবন যাত্রায় একটি নুতুন শব্দ।নুতুন আশা নিয়ে ২০২১ আসলে ও বদলায় নি এই বিভীষিকা। এই বন্দী জীবনের একঘেয়ামীর মাঝে থেকে বের হওয়ার জন্য আমাদের একটি ছোট প্রচেষ্টা ছিল এই প্রতিযোগিতা । প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকেই জানাই তাই আন্তরিক শুভেচ্ছা । আমাদের প্রচেষ্টায় যতটুকু সম্ভব ছিল,সেই ভাবে আমরা আয়োজনের চেষ্টা করেছি ।তাই যদি কোন ভুল ক্রটি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এবং আমাদের আগামীর পথচলায় আপনাদের সকলের আন্তরিকতা এবং পরামর্শ আমরা সব সময় আশা করি। তবে কে হল বিজয়ী? "ঘরে বসে ছবি তুলব" এই স্লোগানে ছিল আমদের প্রতিযোগিতা। অসম্ভব সুন্দর সুন্দর ছবি জমা হয় আমাদের কাছে ,সেখানে থেকে আমাদের বিচারক গণের মাধ্যমে সেরা ১৩ ছবি বের করি ,দেখে নিতে পারেন, আমাদের সেরা ১৩ টি ছবি ক্যামেরা ক্যাটেগরিতে । এবং এখান থেকে আমাদের বিচারকের পছন্দে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন: D. M Debasis আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিন্দন অতি শীঘ্রই আপনার পুরুষ্কার আপনার কাছে পৌছে যাবে #পিক্সেলেন্ট_লকডাউন_প্রতিযোগিতা #ক্যামেরা_শ্রেণী ID : PP1097 ''Eyes of curiosity'' D