মাথার স্ক্রুটি যদি ঢিলে হয়ে যায় । How To Deal With a Loose Head Screw

মাথার স্ক্রুটি যখন ঢিলে হয়ে বারবার পড়ে যেতে থাকে, তখন তাকে ফেলে দিবেন না, তাকে সযত্নে তুলে একটি ওয়ালে গেথে দেবেন। তারপর আপনার ক্যামেরাটি বের করবেন। যদি পর্যাপ্ত আলো থাকে, এবং আপনার কাছে তখন কোন ট্রাইপড না থেকে থাকে, তাহলে শাটার ১/৬০ তে রাখাটা ভাল হবে। হাত মৃদু কেঁপে উঠলেও আপনার বেয়াক্কল ক্যামেরাটি হয়তো সেটি ধরতে পারবে না। আপনার মাথার স্ক্রুটির একটি ছবি তুলবেন। দেখবেন যে আলোর কারনে আপনার ছবিটি হলুদ এসেছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই। ছবিটি লাইটরুম ফটো এডিটর দিয়ে খুলবেন। ওয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করে নেবেন। দেখবেন যে হলুদ আলো ছাড়া আপনার মাথার স্ক্রুটি যেমন দেখাতো, ওয়াইট ব্যালেন্স ঠিক করার পরে স্ক্রুটি একদম তেমন দেখাচ্ছে। এবার ছবিটিকে এমন ভাবে ক্রপ করতে হবে, যেন আপনার মাথার স্ক্রুটি "রুল-অভ-থারডস" ফলো করে। মনক্রোম ও করে ফেলতে পারেন আপনার ছবিটিকে, মানে ব্ল্যাক-এন্ড-ওয়াইট। আজকাল খুব সহজেই রঙিন ছবি তোলা যায়, তাই মনক্রোমের একটি ক্রেইজ চলছে। ব্ল্যাক-এন্ড-ওয়াইট এর যুগে আবার কালার ছবির খুব ক্রেইজ ছিল আরকি। তো চাইলে লাইটরুমের "স্পট রিমুভাল" দিয়ে ওয়ালের ময়লা দ