দিগন্ত রেখা কেন সোজা হওয়া প্রয়োজন / Why should horizon lines not be tilted
দিগন্ত এবং রেখা
ফটোগ্রাফিতে কেন এত গুরুত্বপুর্ণ?
কারণ মানুষ হিসেবে আমরা
সোজা রেখা দেখতে বেশী অভ্যস্ত।বাঁকা বা তেরছা কিছু দেখলে আমাদের অবচেতন মনে ভারসাম্য
হাঁড়িয়ে ফেলি।
চলুন দু’টি ছবি দেখি।মনযোগ সহকারে দিগন্ত রেখা
গুলো দেখবেন।
প্রথম ছবি
প্রথম ছবি
![]() |
দ্বিতীয় ছবি | |
![]() | |
আপনি কি দু'টো ছবির মধ্যে পার্থক্যটি ধরতে পারছেন?চলুন আবার দেখি |
কোন ছবিটিকে বেশী স্বাভাবিক দেখাচ্ছে?
অবশ্যই সোজা দিগন্তের ছবিটি
দেখতে বেশী ভাল লাগছে।
ভবিষ্যতে ফটোগ্রাফির উপর আরও শিখামূলক লেখা (টিপস এবং টিউটোরিয়াল) পড়তে এখনি আমাদের ব্লগে গ্রাহক হোন।
ভবিষ্যতে ফটোগ্রাফির উপর আরও শিখামূলক লেখা (টিপস এবং টিউটোরিয়াল) পড়তে এখনি আমাদের ব্লগে গ্রাহক হোন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন