দিগন্ত রেখা কেন সোজা হওয়া প্রয়োজন / Why should horizon lines not be tilted


দিগন্ত এবং রেখা ফটোগ্রাফিতে কেন এত গুরুত্বপুর্ণ?

কারণ মানুষ হিসেবে আমরা সোজা রেখা দেখতে বেশী অভ্যস্ত।বাঁকা বা তেরছা কিছু দেখলে আমাদের অবচেতন মনে ভারসাম্য হাঁড়িয়ে ফেলি।  

চলুন দু’টি ছবি দেখি।মনযোগ সহকারে দিগন্ত রেখা গুলো দেখবেন।

 প্রথম ছবি


দ্বিতীয় ছবি

আপনি কি দু'টো ছবির মধ্যে পার্থক্যটি ধরতে পারছেন?চলুন আবার দেখি



কোন ছবিটিকে বেশী স্বাভাবিক দেখাচ্ছে?
অবশ্যই সোজা দিগন্তের ছবিটি দেখতে বেশী ভাল লাগছে।  

ভবিষ্যতে ফটোগ্রাফির উপর আরও শিখামূলক লেখা (টিপস এবং টিউটোরিয়াল) পড়তে এখনি আমাদের ব্লগে গ্রাহক হোন। 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে

স্মার্ট ফোনে ছবি তোলার জন্যে সবচেয়ে ভাল অ্যাপ । The Best Photo Apps for Your Smartphone