সাবজেক্টকে কেন্দ্রিক করা । Centering Your Subject

ফটোগ্রাফি বেসিক: সাবজেক্টকে কেন্দ্রিক করা পেশাদার ফটোগ্রাফাররা সবসময় বলবেন যা সাবজেক্টকে ছবির মাঝখানে না বসাতে। তারা আপনাকে বারবার বলবেন যে আপনি আপনার ছবির মূল বিষয়টিকে ফ্রেমের কেন্দ্রে বসাবেন না (আমিও গত পোস্টে অনেকবার রুল-অব-থারডস নিয়ে কথা বলেছি)। কিন্তু এটি কি সবসময় ঠিক? কোন কোন ক্ষেত্রে কি আপনার বিষয়টিকে ঠিক ফ্রেমের মাঝখানে রাখাটি ভাল বুদ্ধি? হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেমের মাঝখানে ছবিকে বসানোটি ভাল বুদ্ধি। এবং কোন কোন ক্ষেত্রে তা নীচে লেখা আছে। ১ । সাবজেক্ট যখন পুরোপুরি ফ্রেইমটিকে ভরিয়ে তোলে নীচের উদাহারন দেয়া ছবিটি দেখুন। আপনি যখন আপনার সাবজেক্টের এত কাছাকাছি চলে যাবেন যে এটি পুরোপুরি ফ্রেমটিকে ভোরে তোলে, তখন সবকিছুকে কেন্দ্রিক করে রাখাটা ঠিক আছে। ২ । যখন ছবিতে সাবজেক্ট ছাড়া আর কিছু থাকবে না সাবজেকটকে কেন্দ্রে রাখাটা তখনও ঠিক আছে যখন ছবিতে আর কিছু নেই যা সাবজেক্ট থেকে দর্শকের দৃষ্টি অন্য কোন দিকে নিতে পারে। উপরের চোখের ছবিটি আবারও লক্ষ করে দেখুন। একদম ক্লিন। ছবির চারিদিকে কোন সাদা স্পেসও নেই। এটি শুধুই মুখের একটি অংশ। যেহেতু আর কোন বিষয়বস্তু ছবিতে নেই, আপনার