Laura Mohiuddin

ছবি
Laura Mohiuddin Digital Marketing Strategist & Lead 15+ years driving SEO-led growth, analytics, and cross-functional delivery. Photographer and storyteller behind Pixcellent Photography .  Based in Dhaka, serving U.S. clients. Available for strategy, audits, and growth mandates. Learn more about Laura Mohiuddin

পিক্সেলেন্ট ফটোগ্রাফি "কেইক ও সিঙ্গারা লড়াই" এর বিজয়ী ঘোষণা । Champion of Pixcellent Photography contest

SURPRISE!! 


বিজয়ী হচ্ছেন আমাদের সবার প্রিয় জাকারিয়া দেয়ান ভাই! 

এবং তিনি করেছেন নট আউট সেঞ্চুরি! 

পিক্সেলেন্ট এর পক্ষ থেকে পিক্সেলেন্ট ফটোগ্রাফির চ্যাঁম্পিয়ানের Jakaria Dewan ভাই এর জন্যে রইলো অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালবাসা। 

আমাদের আতি সুরদরশন, স্মার্ট, হ্যান্ডসাম চ্যাম্পিয়ন জাকারিয়া ভাই।

আমাদের আতি সুরদরশন, স্মার্ট, হ্যান্ডসাম হিরো জাকারিয়া ভাই


সকল নারীর দিল কি ধারকান জাকারিয়া ভাই

Jakaria Dewan - Champion of Pixcellent "Cake and Singara fight"


সকল নারীর দিল কি ধারকান, এবং সকল পুরুষের ঈর্ষা Jakaria Dewan ভাই। সাথে উনার অতি রূপবতী এবং লাকি জীবন সাথী। মাশাল্লাহ। রাব নে বানায়া কেয়া জড়ি!

জাকারিয়া ভাইয়ের অতি রূপবতী এবং লাকি জীবন সাথী


জাকারিয়া ভাইয়ের অত্যন্ত কিউট বেবিরা

জাকারিয়া ভাইয়ের অত্যন্ত কিউট বেবিরা


আমাদের পিক্সেলেন্ট ফটোগ্রাফি প্রতিযোগিতার চ্যাম্পিয়ান জাকারিয়া ভাই। সাথে এই ব্যক্তিকে চিনতে পারলাম না। কে উনি? মানাচ্ছে না আমাদের ভাইয়ের পাশে। খেয়াল করে এই অচেনা ব্যক্তিকে ক্রপ আউট করে দিতে ভুলে গেলাম...

ভাই এর সাথে তার কোন এক বন্ধু হবেন


উনাকে বলা হয়েছিল উনার জন্যে আরেকটি সারপ্রাইজ থাকবে। সেটি হচ্ছে একটি বাড়তি সিঙ্গারা। চারটি সিঙ্গারার জায়গায় উনি পাচ্ছেন পাঁচটি সিঙ্গারা!!

সারপ্রাইজ!! 


সারপ্রাইজটি যে এতো তুচ্ছ, এর থেকে আর বড় সারপ্রাইজ কি হতে পারে বলুন??

জাকারিয়া ভাইয়ের বাসার সামনে  এই মুহূর্তে Saamit's Cake থেকে চমৎকার এই কেইকটি এবং পাঁচটি সিঙ্গারা অপেক্ষা করছে।



ভাইয়া, কলিং বেল বাজছে নিশ্চয় এখন, দয়া করে দরজা খুলে আপনার উপহারটি গ্রহন করুণ।

এবং অবশ্যই পিক্সেলেন্ট ফটোগ্রাফি গ্রুপে আমাদের সাথে আপনার কেইক এবং পাঁচটি সিঙ্গারা শেয়ার না করলেও, আপনার তোলা কেইক এর সকল ছবি শেয়ার করবেন। কেইকটি কেমন লেগেছে জানাবেন।

আশা করছি পিক্সেলেন্ট ফটোগ্রাফির এই অসাধারণ সদস্যকে আপনারা সবখানে সদর অভিনন্দ জানাবেন।


আশা করছি “পিক্সেলেন্ট কেইক ও সিঙ্গারা লড়াই” এর এই নিরাপদ এবং টানটান উত্তেজনা পূর্ণ ভ্রমণটি আপনারা উপভোগ করছেন। 

পিক্সেলেন্ট পরিবারের সাথেই থাকবেন আশা করছি আপনারা সবাই!

মন্তব্যসমূহ

  1. আমি সত্যি মুগ্ধ এবং অভিভূত। ধন্যবাদ লরা আপু এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমার সামান্য অবদানের বিনিময়ে এত অসামান্য সম্মান দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, পিক্সেলেন্টের সাথে থাকব সব সময়।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রাণী প্রেমের নামে আমাকে হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে