রুল অব থার্ডস | Rule of Thirds

ছবি
প্রথম প্রথম যে কোনও ফটোগ্রাফারের প্রবণতা হয়ে থাকে ছবির সাবজেক্টকে ছবির মাঝখানে বা কেন্দ্রে রাখা। এটা হয়তো বা কারণ আপনি যখনি কাওকে দেখবেন, তাকে আপনি ছবির মাঝখানে রেখে ফ্রেইম করবেন।  তবে ফটোগ্রাফি করার ক্ষেত্রে কি এটা ভাল প্র্যাকটিস? আসলে না।  এটি সব চেয়ে বড় ত্রুটি যা প্রায় করা হয়ে থাকে যখন একটি সাবজেক্ট কে ঘিরে ছবি তোলা হয়ে থাকে, যেমন একজন ব্যক্তি, পাখি, প্রানি, ফুল, ইত্যাদি। তবে একটি কেন্দ্রিক সাবজেক্ট একটি বোরিং ছবি হয়ে থাকে। কেন? কারণ যখন কেও ছবিটি দেখবে, তার দেখার আর কিছু থাকে না। এটি বেশী "straight forward" হয়ে গিয়ে থাকে। চোখের আর কোন মুভমেন্ট এর প্রয়োজন হয় না। উদাহারন সরূপ নীচের পাখির ছবিটি দেখুন।  পাখিটি একদম ছবির মাঝখানে, এবং পাখির দু'পাশে সমান ভাবে খালি স্থান ভাগ করা। ফলে ছবিটি একটি স্ট্যাটিক ছবি। এই সমস্যাটি খুব সহজেই সমাধান কড়া যায় ফটোগ্রাফির সব চেয়ে গুরুত্বপূর্ণ কম্পসিশান টেকনিক দিয়ে, যেটাকে বলা হয়ে থাকে "রুল অব থার্ডস"। এই রুল্টি হচ্ছে একটি গাইডলাইন যা আপনাকে সাহায্য করবে সাবজেক্ট কে ছবির একদম কেন্দ্র সরিয়ে আনতে এমন ভাবে যেন আপনার ছব...

পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ৩ - সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন । Centering Your Subject










পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ২: সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন
Pixcellent Photography September Assignment 2:Centering Your Subject

এবারের অ্যাসাইনমেন্ট এ আমরা রুল ভঙ্গ করব। গতবারের অ্যাসাইনমেন্ট ছিল "রুল-অব-থারডস" বা "হরাইজন রুল" মেনে ছবি জমা দেয়া। তবে এবারের অ্যাসাইনমেন্টটি হচ্ছে একদম উল্টো। সাবজেক্টকে বসাতে হবে ছবির মাঝখানে। 

তবে ইচ্ছে মতন সাবজেক্টকে ছবির কেন্দ্রে বা মাঝখানে বসালেও হবে না। এটাও রুল মেনে করতে হবে। সাবজেক্টকে কখন ছবির মাঝখানে বসানো যাবে, তা জানতে পারবেন এই লিংকে গেলে - https://www.pixcellentphotography.com/2019/09/centering-your-subject.html

তাই ছবির ক্যাপশানে এই তথ্য গুলো অবশ্যই থাকতে হবে-  
  •  SEPTEMBER_ASSIGNMENT_2
  • আপনার আইডি (Your ID). ID না থেকে থাকলে এই লিংকে গিয়ে এনরোল করে একটা আইডি তৈরি করে নিন - https://www.pixcellentphotography.com/2019/08/pixcellent-photography-enrollment-form.html  (এনরোল করার পরে আপনার আইডি কি তা জিজ্ঞেস করে নেবেন। 
  • কোন যুক্তিতে আপনি সাবজেক্টকে ফ্রেমের মাঝখানে বসিয়েছেন।  
ছবি জমা দিবেন পিক্সেলেন্ট ফটোগ্রাফি ফেইসবুক গ্রুপে।  

ছবি জমা দেয়ার শেষ তারিখ  ২৭-০৯-২০১৯ (September 09, 2019) রাত বারোটা পর্যন্ত।

২৮-০৯-২০১৯ (September 28, 2019) ভোটিং পল খোলা হবে, এবং সেদিন রাত বারোটা পর্যন্ত ভোটিং চলবে। 
২৯-০৯-২০১৯ (September 29, 2019) এ ঘোষণা দেয়া হবে কে বিজয়ী হয়েছেন।  
৩০-০৯-২০১৯ (September 30, 2019) এ ঘোষণা দেয়া হবে কে সেপটেমবার মাসের টপার হয়েছেন।

সেপটেমবার মাসের টপারকে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানতে আমাদের পিক্সেলেন্ট ফটোগ্রাফি ফেইসবুক গ্রুপ জয়েন করুণ।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রাণী প্রেমের নামে আমাকে হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে