পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ৩ - সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন । Centering Your Subject

পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ২: সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন
Pixcellent Photography September Assignment 2:Centering Your Subject
তবে ইচ্ছে মতন সাবজেক্টকে ছবির কেন্দ্রে বা মাঝখানে বসালেও হবে না। এটাও রুল মেনে করতে হবে। সাবজেক্টকে কখন ছবির মাঝখানে বসানো যাবে, তা জানতে পারবেন এই লিংকে গেলে - https://www.pixcellentphotography.com/2019/09/centering-your-subject.html
তাই ছবির ক্যাপশানে এই তথ্য গুলো অবশ্যই থাকতে হবে-
- SEPTEMBER_ASSIGNMENT_2
- আপনার আইডি (Your ID). ID না থেকে থাকলে এই লিংকে গিয়ে এনরোল করে একটা আইডি তৈরি করে নিন - https://www.pixcellentphotography.com/2019/08/pixcellent-photography-enrollment-form.html (এনরোল করার পরে আপনার আইডি কি তা জিজ্ঞেস করে নেবেন।
- কোন যুক্তিতে আপনি সাবজেক্টকে ফ্রেমের মাঝখানে বসিয়েছেন।
ছবি জমা দেয়ার শেষ তারিখ ২৭-০৯-২০১৯ (September 09, 2019) রাত বারোটা পর্যন্ত।
২৮-০৯-২০১৯ (September 28, 2019) ভোটিং পল খোলা হবে, এবং সেদিন রাত বারোটা পর্যন্ত ভোটিং চলবে।
২৯-০৯-২০১৯ (September 29, 2019) এ ঘোষণা দেয়া হবে কে বিজয়ী হয়েছেন।
৩০-০৯-২০১৯ (September 30, 2019) এ ঘোষণা দেয়া হবে কে সেপটেমবার মাসের টপার হয়েছেন।
সেপটেমবার মাসের টপারকে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানতে আমাদের পিক্সেলেন্ট ফটোগ্রাফি ফেইসবুক গ্রুপ জয়েন করুণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন