সর্বশেষ ফোটোগ্রাফি কৌশল এবং সফটওয়্যার সংক্রান্ত সব কিছু উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য।। মোটামটি ফটোগ্রাফি সংক্রান্ত সবকিছু পাবেন আমাদের ব্লগে,চ্যানেলে,ফেইসবুক পেইজে এবং গ্রুপে - নতুন এবং দক্ষদের জন্যে ফোটোগ্রাফি টিউটোরিয়াল, ফটোগ্রাফি টিপস। এমনকি কিভাবে আমরা আপনাদের প্রিয় ছবিটি তুলেছি, তাও আপনাদের দেখাব। যদি আপনি ফটোগ্রাফির শিল্প, বিজ্ঞান এবং ইতিহাস শিখতে আগ্রহী হয়ে থাকেন, তবে পিক্সেলেন্ট ফটোগ্রাফি আপনার জন্যে।
নির্ভয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি (A Tribute to Nirbhaya - India's daughter)
নির্ভয়া (Nirbhya) একটি ভারতীয় শব্দ যার অর্থ নির্ভীক কিংবা সাহসী। এই শব্দটি প্রয়োগ করা হয় ভয়কে জয় করা কোনো সাহসী নারীর উপর। এই শব্দটি জনপ্রিয়তা লাভ করে ২০১২ সালে দিল্লিতে সংঘটিত হওয়া গনধর্ষণ ঘটনায় একজন তরুণীর সকরুণ মৃত্যুকে কেন্দ্র করে। মেয়েটিকে এই উপাধিতে ভূষিত করা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার সাহসী সংগ্রামের জন্য।
ভারতীয় আইন মোতাবেক কোনো ধর্ষণ কবলিত মহিলার প্রকৃত নাম কোনো সংবাদ মাধ্যমের কাছে প্রাথমিক ভাবে প্রকাশ করা আইন বিরোধী কর্ম।এই কারণে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ছদ্ম নামে মেয়েটিকে উল্লেখ করে খবর প্রচারিত করেছে।উল্লেখযোগ্য প্রকাশিত নামগুলি হচ্ছে ---১.জাগ্রতি(সতর্কতা), ২.জয়তি(অগ্নিশিখা),ডেমিনি(বজ্রাঘাত) এবং দিল্লির সাহসীহৃদয়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, ২০১২ সালে দক্ষিন দিল্লিতে সংঘটিত হয় এক মারাত্মক গণধর্ষণের ঘটনা। কথিত সালের ১৬ই ডিসেম্বর ২৩ বৎসর বয়সী একজন ফিজিওথেরাপিস্ট ইন্টার্ন তরুণী চলছিল একটি ব্যক্তি মালিকানাধীন বাসে চড়ে। সাথে ছিল তার বন্ধু। সময় সন্ধ্যা সমাগত। একে একে নেমে যায় বাসের সব যাত্রীরা।থাকে শুধু দুজন। উল্লেখিত তরুণী আর তার বন্ধুটি।বাসটি এসে দাঁড়ায় একটি নির্জন এলাকায়। দুজন যাত্রী ছাড়া বাসটিতে আর ছিল ড্রাইভার, হেলপার সহ ছজন পরিবহন কর্মী।
নির্জনতাকে পুঁজি করে অকস্মাৎ ছজন পরিবহন কর্মী একযোগে ঝাঁপিয়ে পড়ে তরুণীটির দেহতটে।মেরে কাবু করে দূরে ছুড়ে মারে বন্ধুটিকে। তারপর ছজন নরপশু গনহারে তরুণীটির উপর চালায় পাশবিক যৌন নির্যাতন। ক্ষত বিক্ষত হতে নির্যাতিতার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ।বহু পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নির্যাতিতাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মৃত্যু তখন তার দূয়ারে কড়া নাড়তে শুরু করেছে।মৃত্যুর সাথে যন্ত্রণাময় পান্জা নড়তে নড়তে কেটে যায় এগারোটা দিন।অবশেষে উন্নততর চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে ও লাভ হলোনা কিছু। ডাক্তারদের সকল প্রচেষ্টাকে ব্যার্থ করে দিয়ে নির্যাতিতার সকল যন্ত্রণার মুক্তি মিলল মিলল মৃত্যুর মধ্য দিয়ে।
ঘটনাটা বিশালাকারে ছড়িয়ে পড়লো ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকায়।প্রবল ভাবে উঠলো সমালোচনা আর নিন্দার ঝড়। পরিশেষে দিল্লির প্রতিবাদী জনতা সোচ্চার হলো কেন্দ্রীয় সরকারের নারীর যথাযোগ্য নিরাপত্তা দানের ব্যার্থতার বিরুদ্ধে। প্রতিবাদীদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এমন প্রতিবাদ আর সংঘাত ক্রমাগত ছড়িয়ে পড়ে আরো অনেক নগরীতে,শহরে।
যেহেতু ভারতীয় আইননুসারে ধর্ষণ ভিকটিমের নাম প্রকাশ বেআইনি তাই ধর্ষণের শিকার এই মর্মস্পর্শী নারীটি পরিচিত হলো নির্ভয়া নামে। এবং সেই সাথে প্রতিকী হয়ে রইল ধর্ষণের বিরুদ্ধে নারীদের নির্ভীক সংগ্রামের।
আপনি যদি মোবাইল দিয়ে কিংবা ক্যামেরা দিয়ে ছবি তুলতে আগ্রহী হয়ে থাকেন, কিন্তু কিসের ছবি তুলবেন, আর কিভাবে তুলবেন, এই শংকায় থাকেন তবে লেখাটি আপনার জন্য। লেখাটি পড়ে ৭ দিন প্রাক্টিস করলেই আপনি পেতে পারেন অসাধারণ ফলাফল. ৭ দিনে ফটোগ্রাফী মানে এই না, যে ৭ দিন পরেই আপনি অসাধারণ ফটোগ্রাফার হয়ে যাবেন। ৭ দিনের ফটোগ্রাফিতে আমরা ফটোগ্রাফির ৭ টি মৌলিক কম্পজিশন নিয়ে কথা বলব। কম্পজিশন কী ? ছোট বেলায় গরুর রচনা পড়িনি, এমন কাউকে খুজে পাওয়া কিছুটা দুষ্কর অন্তত যারা এই ব্লগ টি পড়ছেন। গরু রচনায় যেমন পড়েছিলাম , গরুর চারটি পা আছে , একটি মাথায় দুটি কান,দুটি চোখ আছে , এবং একটি লেজ আছে। কম্পোজিসন হল রচনা। রচনায় শিল্প গুন সর্বাধিক।শিল্পের কোন কাজের হতে পারে কোন লেখা, গান, কিংবা ছবি বা সিনেমা,আপেক্ষিক বস্তু এবং উপাদান গুলোর স্থান নির্ধারণ এবং বর্ণনা করা। এখন আসি ফটোগ্রাফির কম্পজিশনে। কম্পজিশন ব্যাপার টা বুঝতে পারলে ,ফটোগ্রাফিক কম্পোজিশনটা আমাদের কাছে অনেক সোজা হয়ে আসবে। একটি ছবিকে কম্পোজিং করা বলতে বুঝায়, আপনার আইডিয়া কিংবা আর্ট এর উপদান গুলোকে এমন ভাবে সাজানো যেন আপনি যা আপনার ছবির মধ্যমে বুঝাতে চান তা সঠিক ভা
The Earth is what we all have in common. Let's take steps to save our planet before it's too late. Entries by Mustapha Benghernaout on Film It It is time to take planned measures to save this world, this earth, this heaven that we live in, before it's too late, before it is destroyed
আজকে আমি কথা বলব স্মার্ট ফোনের জন্যে কিছু অ্যাপ সম্পর্কে যা দিয়ে আপনি আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই ভাল ছবি তুলতে পারবেন, এবং পরিবর্তীতে আপনার ছবিকে পোস্ট প্রসেসিং ও করতে পারবেন। 1. Camera+ 2 Camera+ iOS, অর্থাৎ iPhone এর জন্যে শীর্ষস্থানীয় ছিল, কিন্তু এখন এটি পুরোপুরি পুনর্নির্মিত হয়েছে Camera+ 2 হিসাবে। আপনি ফোকাস এবং এক্সপোজার, শাটার স্পিড এবং আপনার আইসো সেটিং এর জন্য ম্যানুয়ালি নিয়ন্ত্রণ নিতে পারেন। এছাড়াও আপনি ছবির গুণমান বজিয়ে রাখার জন্যে RAW ফাইল হিসেবে আপনার ফটোগুলি তুলতে এবং সংরক্ষণ করতে পারবেন, যেটা পোস্ট প্রসেসিং এর সময় আপনার উপকারে আসবে। Camera+2 তে উল্লেখ করার মত এত বৈশিষ্ট্য আছে যে তা এখানে বলে শেষ করা যাবে না। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্যেও বেসিক ক্রপিং থেকে শুরু করে অনেক ফিল্টার আছে। আপনি দ্রুত আপনার সমস্ত ফটো লাইটবক্স এলাকায় রিভিউ করতে পারবেন, যা আপনার iCloud স্টোরেজে এর সাথেও সিঙ্ক করবে। তবে এটি ফ্রি নয়। এর দাম $2.99 মানে বাংলাদেশি টাকায় 250/- টাকার মত। পাঁচ ডলার দিয়ে একটা আই টিউন এর কার্ড ক্রয় করে আপনি এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। 2
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন