কম্পজিশন এবং টোনাল কনট্রাস্ট নিয়ে কিছু কথা | Composition and Tonal Contrast
আমি একদিন বসলাম একজনের
পোরট্রেইট তুলতে। প্ল্যান ছিল তিনি কাঁদবেন, সেরকম একটা ছবি তুলব। সমস্যা হচ্ছিল, তিনি কান্নার অভিনয় করতে পারছিলেন না, উনার শুধু হাসি পাচ্ছিল।
তো কি আর করব, কিছু পেঁয়াজ
কেটে উনার চোখের সামনে ধরলাম। বুদ্ধিটা অবশ্য উনারই ছিল। এবার তো তার চোখ থেকে
আর পানি পড়া থামে না, তার চোখের পানি মুছতে মুছতে তার অবস্থা কাহিল।
আমার জন্যে তো চমৎকার! এটাই
চাচ্ছিলাম!
ছবিটা আমার ফ্লিকার একাউন্টে আপলোড করলাম।
ছবির একটা সাদাকালো ভার্শনও আপলোড করলাম।
ফ্লিকারে অনেক চ্যালেঞ্জ
গ্রুপে ছবিটা জিতেছে। আমি তো খুশি, কি মারাত্তক ছবি তুললাম! কিন্তু এডিটিং যে ভাল হয়
নি তা পরে বুঝলাম।
আরেকটা ফ্লিকার চ্যালেঞ্জ গ্রুপ আছে, 'Flickr's 100 Best'। সেখানে টপ একশ ছবি ফটো পুলে থাকে। আপনি যে কোন ছবিকে চ্যালেঞ্জ করতে পারবেন, যদি আপনি মনে করেন আপনার ছবি সেই ছবির থেকে বেটার। মেমবাররা ভোট দেয়, এবং তাদের মন্তব্য দেয়। যদি আপনি পাঁচটা ভোট পান, তাহলে আপনি বিজয়ী। আপনার ছবিকে ফটো পুলে আপলোড করা হবে, এবং চ্যালেঞ্জ করা ছবিটা পুল থেকে সরিয়ে ফেলা হবে।
আমিও একটা ছবিকে চ্যালেঞ্জ করলাম। নিশ্চয় বিট দিতে পারব।
তো আমি ছবি থেকে নিচের মন্তব্য গুলো পেলাম। ছবিকে ক্রপ করা উচিৎ
ছিল ঠিক মত।কম্পজিশন ভাল হয় নি। এবং একদম ফ্ল্যাট লাগছে। টোনাল
কনট্রাস্ট বাড়ানো উচিৎ ছিল। একটাও ভোট পাই নি।
এবার সংক্ষেপে বলি টোনাল কনট্রাস্টটা কি জিনিষ।
হালকা টোন এবং গাঢ় টোন যখান একে অপরের পাশে থাকে একটা ছবিতে, তখন টোনাল কনট্রাস্ট (Tonal Contrast) তৈরি হয়। উজ্জ্বলতার পার্থক্যের দ্বারা তৈরি করা হয়েছে। তখন ছবিতে চোখটি সরাসরি হাইলাইটগুলিতে স্বাভাবিকভাবে চলে যায়।
তো আমি ছবিটা তাদের উপদেশ
অনুযায় ক্রপ করলাম। এডোবি ফটোশপে গিয়ে ব্রাইটনেস আর কনট্রাস্ট বাড়িয়ে দিলাম।ডান দিকটা ক্রপ করলাম।
একটা
সাদা কাল ভার্শন ও করলাম সেচুরেশনকে জিরো করে।
এবার কি ছবি গুলো আগের থেকে বেশী ভাল লাগছে? কমেন্ট করে জানাবেন প্লিজ।
সুন্দর লিখেছেন, আমরা আরো শিখতে চাই।
উত্তরমুছুনসাদা কালো টা বেশি ভাল লাগছে। তবে পেয়াজগুলো বৃথা গেল যেহেতু চোখে পানি নেই।
উত্তরমুছুনthe bnw version looks professional to me! সুন্দর!!
উত্তরমুছুন