পোস্টগুলি

পিক্সেলেন্ট ফটোগ্রাফি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রুল অব থার্ডস | Rule of Thirds

ছবি
প্রথম প্রথম যে কোনও ফটোগ্রাফারের প্রবণতা হয়ে থাকে ছবির সাবজেক্টকে ছবির মাঝখানে বা কেন্দ্রে রাখা। এটা হয়তো বা কারণ আপনি যখনি কাওকে দেখবেন, তাকে আপনি ছবির মাঝখানে রেখে ফ্রেইম করবেন।  তবে ফটোগ্রাফি করার ক্ষেত্রে কি এটা ভাল প্র্যাকটিস? আসলে না।  এটি সব চেয়ে বড় ত্রুটি যা প্রায় করা হয়ে থাকে যখন একটি সাবজেক্ট কে ঘিরে ছবি তোলা হয়ে থাকে, যেমন একজন ব্যক্তি, পাখি, প্রানি, ফুল, ইত্যাদি। তবে একটি কেন্দ্রিক সাবজেক্ট একটি বোরিং ছবি হয়ে থাকে। কেন? কারণ যখন কেও ছবিটি দেখবে, তার দেখার আর কিছু থাকে না। এটি বেশী "straight forward" হয়ে গিয়ে থাকে। চোখের আর কোন মুভমেন্ট এর প্রয়োজন হয় না। উদাহারন সরূপ নীচের পাখির ছবিটি দেখুন।  পাখিটি একদম ছবির মাঝখানে, এবং পাখির দু'পাশে সমান ভাবে খালি স্থান ভাগ করা। ফলে ছবিটি একটি স্ট্যাটিক ছবি। এই সমস্যাটি খুব সহজেই সমাধান কড়া যায় ফটোগ্রাফির সব চেয়ে গুরুত্বপূর্ণ কম্পসিশান টেকনিক দিয়ে, যেটাকে বলা হয়ে থাকে "রুল অব থার্ডস"। এই রুল্টি হচ্ছে একটি গাইডলাইন যা আপনাকে সাহায্য করবে সাবজেক্ট কে ছবির একদম কেন্দ্র সরিয়ে আনতে এমন ভাবে যেন আপনার ছব...

পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ৩ - সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন । Centering Your Subject

ছবি
পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ২: সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন Pixcellent Photography September Assignment 2:Centering Your Subject এবারের অ্যাসাইনমেন্ট এ আমরা রুল ভঙ্গ করব। গতবারের অ্যাসাইনমেন্ট ছিল "রুল-অব-থারডস" বা "হরাইজন রুল" মেনে ছবি জমা দেয়া। তবে এবারের অ্যাসাইনমেন্টটি হচ্ছে একদম উল্টো। সাবজেক্টকে বসাতে হবে ছবির মাঝখানে।  তবে ইচ্ছে মতন সাবজেক্টকে ছবির কেন্দ্রে বা মাঝখানে বসালেও হবে না। এটাও রুল মেনে করতে হবে। সাবজেক্টকে কখন ছবির মাঝখানে বসানো যাবে, তা জানতে পারবেন এই লিংকে গেলে - https://www.pixcellentphotography.com/2019/09/centering-your-subject.html তাই ছবির ক্যাপশানে এই তথ্য গুলো অবশ্যই থাকতে হবে-    SEPTEMBER_ASSIGNMENT_2 আপনার আইডি (Your ID). ID না থেকে থাকলে এই লিংকে গিয়ে এনরোল করে একটা আইডি তৈরি করে নিন - https://www.pixcellentphotography.com/2019/08/pixcellent-photography-enrollment-form.html   (এনরোল করার পরে আপনার আইডি কি তা জিজ্ঞেস করে নেবেন।  কোন যুক্তিতে আপনি সাবজেক্টকে ফ্রেমের মাঝখানে বসিয়েছেন। ...

সাবজেক্টকে কেন্দ্রিক করা । Centering Your Subject

ছবি
ফটোগ্রাফি বেসিক: সাবজেক্টকে কেন্দ্রিক করা পেশাদার ফটোগ্রাফাররা সবসময় বলবেন যা সাবজেক্টকে ছবির মাঝখানে না বসাতে। তারা আপনাকে বারবার বলবেন যে আপনি আপনার ছবির মূল বিষয়টিকে ফ্রেমের কেন্দ্রে বসাবেন না (আমিও গত পোস্টে অনেকবার রুল-অব-থারডস নিয়ে কথা বলেছি)। কিন্তু এটি কি সবসময় ঠিক? কোন কোন ক্ষেত্রে কি আপনার বিষয়টিকে ঠিক ফ্রেমের মাঝখানে রাখাটি ভাল বুদ্ধি? হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেমের মাঝখানে ছবিকে বসানোটি ভাল বুদ্ধি। এবং কোন কোন ক্ষেত্রে তা নীচে লেখা আছে। ১ । সাবজেক্ট যখন পুরোপুরি ফ্রেইমটিকে ভরিয়ে তোলে নীচের উদাহারন দেয়া ছবিটি দেখুন। আপনি যখন আপনার সাবজেক্টের এত কাছাকাছি চলে যাবেন যে এটি পুরোপুরি ফ্রেমটিকে ভোরে তোলে, তখন সবকিছুকে কেন্দ্রিক করে রাখাটা ঠিক আছে। ২ । যখন ছবিতে সাবজেক্ট ছাড়া আর কিছু থাকবে না সাবজেকটকে কেন্দ্রে রাখাটা তখনও ঠিক আছে যখন ছবিতে আর কিছু নেই যা সাবজেক্ট থেকে দর্শকের দৃষ্টি অন্য কোন দিকে নিতে পারে। উপরের চোখের ছবিটি আবারও লক্ষ করে দেখুন। একদম ক্লিন। ছবির চারিদিকে কোন সাদা স্পেসও নেই। এটি শুধুই মুখের একটি অংশ। যেহেতু আর কোন বিষয়বস্তু ছবিতে নেই, আপনার...

পিক্সেলেন্ট ফটোগ্রাফি গ্রুপকে আপনি কত খানি চেনেন? । How well do you know the Pixcellent Photography Group?

ProProfs - পিক্সেলেন্ট ফটোগ্রাফি গ্রুপকে আপনি কত খানি চেনেন? » ProProfs Quizzes

পিক্সেলেন্ট ফটোগ্রাফি অভিযোগ, মতামত এবং ফিডব্যাক ফর্ম । Pixcellent Photography complaint, suggestion and feedback form

ছবি