The Kissing Sailor, George Mendonsa, seen here in a slightly different picture from the image that made Life magazine, has died. He was 95.Photograph: Victor Jorgensen/AP , George Mendonsa, The Kissing Sailor in famous photograph, dies at 95 ৮ই ফেব্রুয়ারী ২০১৯ সাল, মারা গেলেন জর্জ মেনদনসা (George Mendonsa)। উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিখ্যাত হয়েছিলেন সিদ্ধহস্ত আলোকচিত্র শিল্পী আলফ্রেড আইসেনটেডের (Alfred Eisenstaedt) ক্যামেরায় আটক হয়ে।ছবিটির নাম, "The Unconditional Surrender"। একটা চাঞ্চল্যকর ছবি বটে। আমেরিকার টাইমস স্কয়ারে প্রকাশ্য রাজপথে এক যুবতীকে জড়িয়ে ধরে চুম্বনে শিক্ত করে তুলছেন। চরম মুহূর্তটিকে ফটোশিল্পী আলফ্রেডের কৌশলী হস্ত ক্ষেপন করে নিলেন অতি দক্ষতার সাথে। তোলপাড় শুরু হল বিশ্বময়, এ কেমন কথা, এ কেমন ছবি। কিন্তু এ ছবিটিই হয়ে উঠল আমেরিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়োল্লাসের জাতীয় প্রতীক হিসাবে। কে এই নারী, কে এই পুরুষ? ছবিতে বোঝা যাচ্ছিল না। কেবল দেখা যাচ্ছিল একটি চুম্বনের বিমূর্ত আবেদনের মূর্ত প্রতীক। শিল্পী আলফ্রেডও জানাতে পারলেন না কারা এরা...