আমি একদিন বসলাম একজনের পোরট্রেইট তুলতে। প্ল্যান ছিল তিনি কাঁদবেন, সেরকম একটা ছবি তুলব। সমস্যা হচ্ছিল, তিনি কান্নার অভিনয় করতে পারছিলেন না, উনার শুধু হাসি পাচ্ছিল। তো কি আর করব, কিছু পেঁয়াজ কেটে উনার চোখের সামনে ধরলাম। বুদ্ধিটা অবশ্য উনারই ছিল। এবার তো তার চোখ থেকে আর পানি পড়া থামে না, তার চোখের পানি মুছতে মুছতে তার অবস্থা কাহিল। আমার জন্যে তো চমৎকার! এটাই চাচ্ছিলাম! ছবিটা আমার ফ্লিকার একাউন্টে আপলোড করলাম। ছবির একটা সাদাকালো ভার্শনও আপলোড করলাম। ফ্লিকারে অনেক চ্যালেঞ্জ গ্রুপে ছবিটা জিতেছে। আমি তো খুশি, কি মারাত্তক ছবি তুললাম! কিন্তু এডিটিং যে ভাল হয় নি তা পরে বুঝলাম। আরেকটা ফ্লিকার চ্যালেঞ্জ গ্রুপ আছে, ' Flickr's 100 Best' । সেখানে টপ একশ ছবি ফটো পুলে থাকে। আপনি যে কোন ছবিকে চ্যালেঞ্জ করতে পারবেন, যদি আপনি মনে করেন আপনার ছবি সেই ছবির থেকে বেটার। মেমবাররা ভোট দেয়, এবং তাদের মন্তব্য দেয়। যদি আপনি পাঁচটা ভোট পান, তাহলে আপনি বিজয়ী। আপনার ছবিকে ফটো পুলে আপলোড করা হবে, এবং চ্যালেঞ্জ করা ছবিটা পুল থেকে সরিয়ে ফেলা হবে। আমি মাঝে মাঝে ছবি দে...